২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

অষ্টম অধ্যায় : মানব রেচন
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘অষ্টম অধ্যায় : মানব রেচন’ আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৯. বৃক্কে পাথর হলে কোন উপসর্গ দেখা যায়?
ক) চুল পড়ে যায়
খ) শরীরে ঘা হয়
গ) কোমরে ব্যথা হয়
ঘ) চোখে ঝাপসা লাগে
১০. মানুষের সব সময় কয়টি কিডনি কার্যকর থাকে?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
১১. বৃক্কে রক্ত সরবরাহ নিয়ন্ত্রিত হয়-
i. সংবেদী স্নায়ুতন্ত্রের সাহায্যে
ii. পার্শ্ব-সংবেদী স্নায়ুতন্ত্রের সাহায্যে
iii. সরাসরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) iii ঘ) ii
১২. মূত্রের স্বাভাবিক প্রবাহকে বৃদ্ধি করে-
i. ডাই ইউরেটিকস নামক পদার্থ
ii. পানি, লবণাক্ত পানি, চা, কফি প্রভৃতি
iii. গ্লুকোজ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩. বৃক্কে পাথর অপসারণের চিকিৎসা হলো-
i. বৃক্কে অস্ত্রোপচার করা
ii. আল্ট্রাসনিক লিথট্রিপসি করা
iii. পানি গ্রহণ ও ওষুধ সেবন করা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, ii ও iii ঘ) i ও iii
১৪. ডায়ালাইসিস প্রক্রিয়াটিতে-
i. মেশিনের ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কব্জির ধমনির সাথে সংযোজন করা হয়
ii. মেশিনের ডায়ালাইসিস টিউবের অন্য প্রান্ত একই হাতের কব্জির শিরার সাথে যুক্ত করা হয়
iii. ডায়ালাইসিস মেশিনের টিউবটি অন্য মেশিনের সাথে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ৯. গ, ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. গ, ১৪.ক।


আরো সংবাদ



premium cement
হামাসের ২ কি.মি. দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরাইলের আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধী ও জনদুশমন : রফিকুল ইসলাম খান ফরিদপুরে চিকিৎসককে মারধরের ঘটনায় বিচার দাবি নোয়াখালীতে আমেরিকা প্রবাসী ডাক্তারের মৃত্যু ২৪ ঘণ্টায় গাজায় আরো ২৩ ফিলিস্তিনিকে হত্যা তিতুমীরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গাজার খ্রিস্টান সম্প্রদায় ‘মৃত্যু ও ধ্বংস’র অবসানের জন্য প্রার্থনা করেছেন পশ্চিমতীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত

সকল